আফগানিস্তানের কাছে হেরেই চলছে জিম্বাবুয়ে!

কে বলবে জিম্বাবুয়ে একটি টেস্ট প্লেয়িং দল? নানা রাজনৈতিক অস্থিরতা, বোর্ডের দুর্নীতির কারণে দেশটির সম্ভাবনাময় ক্রিকেট এখন তলানিতে। প্রথম ম্যাচের অনুরূপ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে হারাল সফরকারী আফগানিস্তান। ৫৪ রানের এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিল আফগানরা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১২ রানে জিতেছিল আফগানিস্তান।

হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং এ নেমে ওপেনার মোহাম্মদ শেহজাদের ৬৪, রহমত শাহর ৫৩, নাজিবুল্লাহ জাদরানের ৪৫ ও মোহাম্মদ নবির ৩৩ রানের কল্যাণে ৯ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জিম্বাবুয়ে তেন্ডাই চাতারা ৩ উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো হলেও, পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮৪ রানে অল-আউট হয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পায় জিম্বাবুয়ে। ওপেনার সলোমন মির দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন। এ ছাড়া ক্রিস আরভিন করেন ৩৪। আফগানিস্তানের নবি ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন রশিদ।

একই ভেন্যুতে আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে ‘বিশেষ কৌশলে’ আনা সোনা উদ্ধার
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা দিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারাল ছাত্র