আফগানিস্তানের আইএস প্রধান নিহত: পেন্টাগন

পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানের আইএস প্রধান আবু সায়িদ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়-পেন্টাগন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট এ দাবি করেন। খবর সিএনএনের।

কুনারে আইএসের প্রধান ঘাঁটিতে মঙ্গলবারের ওই হামলায় নিহত হন সায়িদ। হামলায় আরো বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, এইসব গোষ্ঠীর একজন নেতাকে হত্যা করা হলে তারা দুর্বল হয়ে পড়ে, তাদের দুর্বল করতে পারা আমাদের জন্য একটি বিজয়।

এর আগে গত ২৭ এপ্রিল মার্কিন এবং আফগান যৌথ হামলায় নিহত হন আইএস প্রধান আবদুল হাসিব। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান আইএসের প্রথম প্রধান হাফিজ সাঈদ খান নিহত হওয়ার পর থেকে হাসিব দায়িত্ব পালন করছিলেন।

হাসিবের পরবর্তী নেতা হয়েছিলেন সদ্য নিহত সায়িদ।

পূর্ববর্তী নিবন্ধতিনদিনের সফর শেষে আজ ঢাকা ছাড়ছেন সিরিসেনা
পরবর্তী নিবন্ধফরাসি ফার্স্টলেডির ফিগার নিয়ে মন্তব্যে সমালোচিত ট্রাম্প