আফগানদের বিপক্ষে চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের অভিষেক টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। আজ বৃহস্পতিবার অজিঙ্কা রাহানের নেতৃত্বে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।

একমাত্র টেস্টের একেবারে শুরু থেকেই দুরন্ত খেলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয়। দারুণ আক্রমণাত্মক ছিলেন ধাওয়ান। মাত্র ৯৬ বলে ১০৭ রান করে ফেরেন তিনি। শুরুর দিকে ভারত প্রায় ওভার প্রতি ৬ রান করে তুলতে থাকে। পরে সেটা ধাওয়ানের আউটের পর কমে আসে।

মুরলী বিজয় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনবদ্য ব্যাটিং করে ফের একটি শতরান তুলে নেন। শেষ অবধি ১৫৩ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নামা কেএল রাহুলও মাত্র ৬৪ বলে অনবদ্য ৫৪ রান করেন।

এদিকে চেতেশ্বর পূজারা ৫২ বলে ৩৫ রান করে ফেরেন। তবে অধিনায়ক রাহানে রান পাননি। ৪৫ বল খেলে ১০ রান করেন তিনি। লোয়ার অর্ডারও বিশেষ সুবিধা করতে পারেনি। দীনেশ কার্তিক ২২ বলে ৪ রান, হার্দিক পাণ্ডিয়া ২১ বলে ১০ রান ও রবিচন্দ্রণ অশ্বিন ১৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

ভারত দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৭৮ ওভারে ৩৪৭ রান তুলেছে। আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল আহমেদজাই। তিনি ১৩ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

তারকা বোলার রশিদ খান ২৬ ওভারে ১২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। মুজিব উর রহমান ১৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৬৯ রান। এছাড়া মোহাম্মদ নবী ৮ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

পূর্ববর্তী নিবন্ধঈদ যাত্রায় সঙ্গী ফিটনেসবিহীন গাড়ি
পরবর্তী নিবন্ধআড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা সাদিয়া আফরিন গ্রেপ্তার