আপিলে বৈধতা পেলেন নাজমুল হুদা

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের আপিল শুনানির তৃতীয় দিন শনিবার বিকেলে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নের বৈধতা পাওয়ায় ইসিকে সাধুবাদ জানিয়েছেন নাজমুল হুদা।

মনোনয়নপত্রে তিনি কোন দলের প্রার্থী তা উল্লেখ না করায় নাজমুল হুদার প্রার্থিতা বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এরপর ইসিতে আপিল করেন তিনি।
আপিল শুনানিতে নাজমুল হুদা বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী। এ জন্য আমি কোনো দলের কথা উল্লেখ করিনি। নির্বাচন কমিশন আপিলে আমার মনোনয়ন বৈধতা দেয়ায় তাদের সাধুবাদ জানাই।’

নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুদা বলেন, ‘এ জন্য আরও অপেক্ষা করতে হবে। তবে ৫ জানুয়ারির মতো নির্বাচন আর দেশের মানুষ দেখতে চায় না।’

নির্বাচন কমিশনের কার্যকমে আপনি সন্তুষ্ট কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে আমার প্রার্থিতা ফিরিয়ে দেয়ায় কমিশনকে সাধুবাদ জানাই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শেষ দিন আজ ( শনিবার )।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন করতে পারবেন না আমানুল্লাহ আমান
পরবর্তী নিবন্ধবিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে শেখ হাসিনার চিঠি