আন্দোলনকে ক্ষমতার পথ হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গুলি করতে করতে আসবেন- তাদেরকে বল প্রয়োগ করবে না, চুমু খাবে?’

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই নেতিবাচক রাজনীতির হোতা বিএনপি নিরাপদ সড়কের আন্দোলনকে নিরাপদ ক্ষমতার পথ হিসেবে ব্যবহার করতে চায়। সেই এজেন্ডা নিয়ে এরা এগিয়ে যাচ্ছে।’

আন্দোলনে সরাসরি অংশ নেওয়া সুলতান সোলায়মান নামের ঢাকা কলেজ ছাত্রদলের এক সহসভাপতির ছবি দেখিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ধ্যার পরে এই কোমলমতি ছাত্রছাত্রীরা যখন বেশি থাকে না, তখন এদের মধ্যে এই অনুপ্রবেশকারীরা ঢুকে যায়। তখন তাদের বাস ভাঙচুরের উসকানি দেওয়া হয়। রাজনৈতিক ঘৃণ্য মতলব নিয়ে আজকে তারা এই আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করেছে। যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক ধারায় প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের দীর্ঘদিনের আন্দোলনে ব্যর্থতা ঢাকতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে রাজনৈতিক বিষবাষ্প ঢুকিয়ে দিচ্ছে। দেশে একটা বিশৃঙ্খলা করতে চাইছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কোনো দমনমূলক পদক্ষেপ এই ছোট ছোট বাচ্চাদের ওপর নেওয়া যাবে না। এ কারণে পুলিশ নানা অপমান-অপদস্ত এবং হয়রানির শিকার হয়েও ধৈর্যের প্রয়াস দেখাচ্ছে। রাজনৈতিক অপশক্তির মদদ যে আছে সেটা আমরা কাছ থেকে লক্ষ করছি। আমরা ধৈর্য ধরছি। আমাদের বিশ্বাস কোমলমতি শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে। এমাজউদ্দীন সাহেব, আবুল মকসুদ, ইলিয়াস কাঞ্চনসহ শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে চলে যেতে বলেছেন।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো সরকার আন্তরিকতার সঙ্গে দেখছে। শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাসের অর্থ বরাদ্দ হয়ে গেছে। সেনাবাহিনীকে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন। ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। দ্রুততার সঙ্গে আন্ডারপাসের কাজ কমপ্লিট করার জন্য টেন্ডার ছাড়াই সেনাবাহিনীকে কাজ করতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদের দাবিগুলো যৌক্তিক মনে করে আমরা আধুনিক ডাম্বল স্পিডব্রেকার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে স্কুল-কলেজের সামনে ডাম্বল স্পিডব্রেকার করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে ফিটনেসবিহীন গাড়ির রোড পারমিট বাতিলসহ যথাযথ পদক্ষেপ নিতে বিআরটিএকে বলা হয়েছে। জনবল সংকটের কারণে কিছুটা দেরি হতে পারে।’

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বঙ্গবন্ধুর বড় ছেলে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ছাত্ররূপী বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হামলাকারীদের বাধা দিতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে কালশি ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধ‘ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন’ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধগুজব অপপ্রচারে কান দেবেন না : প্রধানমন্ত্রী