আনারকলির সঙ্গে কোনো বিদেশি থাকার সত্যতা মেলেনি


নিজস্ব প্রতিবেদক:
বাসায় মাদক রাখার অভিযোগে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে প্রত্যাহার হওয়া বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির সঙ্গে কোনো বিদেশি নাগরিকের বসবাসের সত্যতা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তার বাসায় সামান্য পরিমাণে মারিজুয়ানা (গাঁজা) পাওয়ার সত্যতা মিলেছে।

কূটনীতিক আনারকলির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে তদন্ত কমিটি এসব তথ্য পেয়েছে বলে মঙ্গলবার (১৬ আগস্ট) সাংবাদিকদের জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব বলেন, প্রাথমিক একটা অনুসন্ধান করা হয়েছে। সেটার ভিত্তিতে আমরা কিছু তথ্য পেয়েছি। বিশেষ করে মারিজুয়ানা সংক্রান্ত। সরকারি কর্মচারীদের যে আচরণবিধি আছে, সেটার সঙ্গে এটা সাংঘর্ষিক। তদন্তে বিদেশি নাগরিক থাকার সত্যতা পাইনি, কিন্তু সামান্য পরিমাণে মারিজুয়ানা (গাঁজা) ছিল বলে জানা গেছে।

কোন প্রক্রিয়ায় এ কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, আমাদের দেশে সরকারি যে আচরণবিধি আছে তার মাধ্যমে দেখার চেষ্টা করছি। এখন আমরা সিদ্ধান্ত নেব এটা ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হবে কি না। আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের মাধ্যমে হয়তো আরও গভীরে যেতে পারব।

কী উদ্দেশে বাসায় মারিজুয়ানা রাখা হয়েছে এবং বাংলাদেশ সরকার এ ব্যাপারে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করবে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব জানান, সেটা প্রপার ইনভেস্টিগেশন হলে তখন। আমরা তাদের (ইন্দোনেশিয়া) একটা তথ্য পেয়েছি। এর ভিত্তিতে আমরা তাকে দেশে নিয়ে এসেছি। এখন তদন্তের জন্য যদি আমাদের সেখানে যেতে হয়, তাহলে তদন্ত কর্মকর্তা গিয়ে হয়তো আরও বিস্তারিত তথ্য বের করতে পারবেন।

এ কূটনীতিককে ডোপ টেস্ট করা প্রসঙ্গে মাসুদ বিন মোমেন বলেন, সরকারি কর্মকর্তাদের ডোপ টেস্ট করার স্টিস্টেম নেই বা এমন কোনো এলিগেশনস তো এখানে নেই। সুতরাং এই মুহূর্তে সেটা আমাদের মাথায় নেই।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের কমিটিতে এমপির পরামর্শের বিধান অবৈধ: হাইকোর্ট
পরবর্তী নিবন্ধফেরিভাড়া বাড়ছে ২০ শতাংশ