আদেশ অমান্যের ব্যাখ্যা দিতে হাইকোর্টে সিরাজগঞ্জের ডিসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আদালতের আদেশ অমান্য করে ৩টি পুকুর ইজারা দিতে বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাখ্যা দিতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা হাইকোর্টে হাজির হয়েছেন। একইসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম আলম ও তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানও হাইকোর্টে হাজির হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চে আদালত অবমাননার ব্যাখ্যার ওপর এই শুনানি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান সাংবাদিকদের জানান, আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি আদালত অবমাননার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালতের কাছে এফিডেভিট দাখিল করেছি। তবে আবেদনগুলো এখন শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে কাগজের গুদামে অগ্নিকান্ড