পপুলার২৪নিউজ ডেস্ক:
মুসলিম নিষিদ্ধে আদালতে হেরে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রবেশকারী ব্যক্তিদের সীমান্তে ‘অত্যন্ত সতর্কভাবে’ তল্লাশির নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন আদালত সীমান্তকে সুরক্ষিত করার কাজ অনেক বেশি কঠিন করে তুলেছে।’
এতে তিনি আরও লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের ঝুঁকিতে ঠেলে দিতে পারেন। যদি কিছু ঘটে যায়, তাহলে তাকে এবং বিচার ব্যবস্থাকে দোষারোপ করতে হবে।’
ট্রাম্প সীমান্তের কর্মকর্তাদের প্রতি ‘অত্যন্ত সতর্ক’ থাকারও আহ্বান জানান।
সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে টাম্পের জারি করা নিষেধাজ্ঞা আদালত স্থগিত করেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে ট্রাম্প আপিল করলে সেটিও খারিজ হয়ে যায়।
এর ফলে ইরাক, সিরিয়া, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের বৈধ ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাঁধা দূর হয়েছে।