নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ রায় ঘোষণা করা হবে।
এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সোমবার সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছে মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে।
এরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, চাকরিচ্যুত কমান্ডার এম এম রানা, চাকরিচ্যুত মেজর আরিফ ও চাকরিচ্যুত ল্যান্স নায়েক বেলাল।
কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে এই পাঁচ আসামিকে নারায়ণগঞ্জে আনা হয়।
মামলার বাকি ১৮ আসামি নারায়ণগঞ্জ জেলা কারাগারেই রয়েছেন। সকালে তাদের আদালতে নেয়া হয়েছে।
গত ৩০ নভেম্বর দুই মামলার ওপর শুনানি শেষে ১৬ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। ওইদিন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন।
চাঞ্চল্যকর এই ঘটনার ৩৫ আসামির মধ্যে ২৩ জন কারাবন্দি আছেন। এদের মধ্যে ২১ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন।