আদাবরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম আয়েশা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম পোশাকশ্রমিক মোছা. আয়েশা সিদ্দিকা (২২) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে আয়েশাকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

আয়েশার স্বামী রুবেল বলেন, আজ ভোরে রিকশা নিয়ে আমার স্ত্রী একটি কাজে বাইরে যাচ্ছিল। আদাবর নবোদয় হাউজিং বাজারের সামনে গেলে দুই যুবক রিকশার গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার হাতে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে দুই যুবক আমার স্ত্রীকে উত্যক্ত করছিল। আমার ধারণা, আজ তারাই ছুরিকাঘাত করে পালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধসু চির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড