আদর্শিক লড়াইয়ে জঙ্গিবাদ দমন হবে: শাহরিয়ার কবির

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শক্তি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে। কিন্তু নির্মূল করা সম্ভব নয়। আদর্শিক লড়েইয়ের মাধ্যমে জঙ্গিবাদকে দমন করতে হবে বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

শনিবার সকাল ১০টায় হলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শক্তি দিয়ে জঙ্গিবাদ হয়তো সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা সম্ভব নয়। জঙ্গিবাদ দমন করতে হবে আদর্শ দিয়ে।

এ জন্য ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামায়াতকে নিষেধ করতে হবে। ১৯৭২ সালের সংবিধান পুনঃস্থাপন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী নূপুর, ফেরদৌসী প্রিয়ভাষিণী, শহীদ আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী, মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহিদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধহলি আর্টিজানে নিহতদের প্রতি জাপান-ইতালির রাষ্ট্রদূতের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধখেলার ছলেই আইএস নিধন করছে কুর্দি তরুণী (ভিডিওসহ)