আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের অর্থনৈতিক ও আইনি সহায়তা দিয়ে সরকার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

গত কয়েক মাসে সুন্দরবনের মাস্টার বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, মজনু বাহিনী, ইলিয়াস বাহিনীসহ বিভিন্ন বাহিনীর শতাধিক দস্যু সদস্য আত্মসমর্পণ করে।

এদের কাছ থেকে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১০ সহস্রাধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব সদস্যরা সুন্দরবনের এই দস্যুদের আত্মসমর্পণে অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধু আত্মসমর্পণ করিয়েই সরকারের কাজ শেষ হবে না। তাদর পুনর্বাসনের জন্য অর্থনৈতিক ও আইনি সহায়তা যা যা লাগে তা দেবে সরকার।

শেখ হাসিনা বলেন, আমি স্মরণ করছি দায়িত্ব পালনে নিহত র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সিলেটে অভিযানে মারা গেছেন। আরও যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

জঙ্গিবাদ দমনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
র‌্যাবের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, জল-স্থল ও আকাশ পথে র‌্যাব কাজ করতে সক্ষম। আমরা গত আট বছরে এই বাহিনীকে আরও উন্নত করেছি। এছাড়া কাজ করতে গিয়ে যখনই প্রয়োজন তখনই র‌্যাব সার্বিক সহায়তা পাবে। বাড়িয়েছি বরাদ্দ, আমরা মনে করি প্রতিরক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ।
এ সময় কুমিল্লা ও ফরিদপুর পৃথক দুটি বিভাগ অতি দ্রুতই বাস্তবায়ন হবে বলেও জানান শেখ হাসিনা।

 

পূর্ববর্তী নিবন্ধচীনে ইভানকার কারখানা শ্রমিকদের সাপ্তাহিক বেতন মাত্র ৬২ ডলার
পরবর্তী নিবন্ধইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বস্তি সরানোর নির্দেশ