নিজস্ব প্রতিবেদক
চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে আড়াই ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থা নেন আন্দোলনকারীরা। ফলে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়ে যায়।
পরে বিকেল ৫টা ১৮ মিনিটের দিকে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যায়।
এসময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী আন্দোলনে যোগ দেন।