আজ থেকে ঢাকায় মাংস বিক্রেতাদের ছয় দিনের ধর্মঘট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
চার দফা দাবিতে আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত রাজধানী ঢাকায় ছয় দিনের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতি। এই ছয় দিন তারা মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।

মানববন্ধনে সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংস বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ, গরু আনার সময় পথে পথে চাঁদাবাজি বন্ধ করাসহ চার দফা দাবিতে তারা এ ধর্মঘট ডেকেছেন। এসব দাবি না মানা হলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেবেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল বলে দাবি