পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার সকালের মধ্যেই তিনি হাজির হবেন।
হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়েছিলেন আদালত।
জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্ল্যাহ মিয়া বলেন, খালেদা জিয়া আদালতের প্রতি শ্রদ্ধাশীল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি আদালতে যাবেন।
গত বৃহস্পতিবার এ মামলার জেরার কার্যক্রম শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক আবু আহমেদ জমাদার।
ওইদিন বিচারক জানিয়েছিলেন, খালেদা জিয়া আদালতে না এলে তার জামিন বাতিল হবে।