আজ আইপিএলের নিলাম

পপুলার২৪নিউজ ডেস্ক:
দশম আইপিএলের নিলাম নিয়ে উত্তাপ বাড়তে শুরু করেছে। আজ বাঙ্গালোরে বসছে নিলামের আসর। ৩৫১ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে। তার আগে সব দলই তাদের নকশা করে ফেলেছে।

কলকাতা নাইট রাইডার্সের চিন্তার জায়গা যেমন বিদেশীরা। ম্যাচে সর্বাধিক চারজন বিদেশী খেলানো যায়। কিন্তু নাইটদের হাতে এখন মাত্র তিনজন বিদেশী। সুনীল নারিন, ক্রিস লিন ও সাকিব-আল-হাসান। পরিস্থিতি এমন যে, সোমবার নিলাম না হয়ে আইপিএলের ম্যাচ হলে কেকেআর চারজন বিদেশী নামাতে পারত না।

এমনিতেই এ বছর ছয়জন বিদেশীকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল। তারপরই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ডোপিংয়ের নিয়ম লংঘনের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। রাসেল এবারের আইপিএলেও খেলতে পারবেন না। নাইটদের সবচেয়ে বড় ম্যাচউইনার ছিলেন তিনিই। তার অনুপস্থিতিতে বিদেশীর সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে তিনে।

পরিস্থিতি এমনই যে, কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর পর্যন্ত ঘনিষ্ঠমহলে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নিলামে তাদের বিদেশী কেনার জন্য ঝাঁপাতেই হবে। যা ইঙ্গিত, বেন স্টোকসের জন্য ঝাঁপাবে কেকেআর। সমস্যা হচ্ছে, স্টোকস প্রায় সব ফ্র্যাঞ্চাইজির লক্ষ্য হতে যাচ্ছেন। নাইটদের তাই ‘প্ল্যান বি’ তৈরি রাখতে হচ্ছে। যদি স্টোকসের দাম খুব বেড়ে যায় বা যদি তাকে পাওয়া না যায়, তাহলে শ্রীলংকার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথাও ভেবে রাখা হয়েছে।

তবে ওয়েস্ট ইন্ডিজেরই প্রতিশ্রুতিমান অলরাউন্ডার রভম্যান পাওয়েলকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে কেকেআর শিবিরে। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে জ্যামাইকার হয়ে খেলেছেন পাওয়েল। হার্ডহিটারও ফাস্ট বোলিং করেন।

নিলামের প্রস্তুতি নেয়ার জন্য নাইটদের বিশেষ ‘ট্যালেন্ট স্কাউট’ দল আছে। সেই দলের সদস্যরা পাওয়েলকে নিয়ে উচ্ছ্বসিত। তাদের রিপোর্টের ভিত্তিতেই সোমবারের নিলামে যদি কেকেআর এই নতুন মুখের জন্য ঝাঁপায়, অবাক হওয়ার থাকবে না।

অভারতীয় ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা নাইটদের টার্গেট। মরনে মরকেলদের ছেড়ে দেয়ায় এ মুহূর্তে কলকাতার দলে ভালো কোনো বিদেশী পেসার নেই। রাবাদা হালফিল দারুণ বল করছেন বলে তিনিই বোলারদের মধ্যে একনম্বর টার্গেট। নাইটদের নিলাম টেবিলে শাহরুখ খান থাকবেন কিনা, অনিশ্চিত।

তবে অধিনায়ক গৌতম গম্ভীর থাকছেন। সেই সঙ্গে সহকারী কোচ সাইমন ক্যাটিচও আসছেন। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধপুরুষরা যে খাবারগুলো অবশ্যই খাবেন
পরবর্তী নিবন্ধশাওনের সংবাদ সম্মেলন ও ‘ডুব’ বিতর্ক