আজকের ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

আজ সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। এবারের এশিয়া কাপে নতুন সংযোজন হংকংসহ মোট ছয়টি দল লড়াই করবে।

আজ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

আজ বিকেল ৫টা ৩০ মিনিটে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১ এ শুরু হবে খেলাটি।

১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপ ২০১৮।

আজকের উদ্বোধনী ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাচ্ছেন গতবারের ফাইনালিস্ট মাশরাফি বাহিনী।

মানসিকভাবে অনেকটাই এগিয়ে টাইগাররা।তবে ক্রিকেটবোদ্ধাদের নজর এখন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। টাইগারদের দুর্বলতা ভালই জানা আছে তার।

এ ব্যাপারে দলের ওপেনার তামিম বলেছেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে (হাথুরুসিংহে) হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেয়ার জন্য নয়।’

বিশেষজ্ঞরা বলছেন, আজকের ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসকে।

ওপেনারদের একজনকে হারালে যথারীতি সাকিব আল হাসান, এরপর ডিফেন্ডার মুশফিক মাঠে নামবেন।

এরপর রিয়াদ, সৈকত ব্যাটিং এ হাল ধরবেন। দলে সাব্বিরের পরিবর্তে মিঠুন খেলছেন। এরপর মিরাজ, মাশরাফি, রুবেল হোসেন ও শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন মোস্তাফিজ।

বলিং আক্রমণে সাকিব আল হাসানকে সঙ্গ দিতে পারেন মেহেদী হাসান মিরাজ।

পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাতো আছেনই। কাটার মুস্তাফিজ থেকে সবার প্রত্যাশা একটু বেশিই। এ দুজনের সঙ্গী হিসেবে থাকতে পারেন রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধমোনালিসার রহস্যময় হাসির কারণ থাইরয়েডের সমস্যা!
পরবর্তী নিবন্ধনভেম্বরে ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা