পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিলেটের আতিয়া মহলে সেনা অভিযান অপারেশন টোয়াইলাইট চলাকালে দুই দফা বিস্ফোরণে নিহত ডেকোরেটার ব্যবসায়ী শহিদুল ইসলাম ও খাদিম শাহের লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আঙুলের ছাপ ও জামাকাপড়ের নমুনা রেখে তাঁদের লাশ পরিবারকে দেওয়া হয়।
মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, হামলাকারীকে শনাক্ত করতে নমুনা সংগ্রহের জন্য দুজনের লাশ রাখা হয়েছিল। গতকাল রোববার পুলিশের দুই কর্মকর্তা ও দুজন কলেজছাত্রের লাশ হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন আহমদের ভাষ্য, ‘নিহত ছয়জনের মধ্যে দুজনের লাশ হস্তান্তর করা হয়নি। তাঁদের ব্যাপারে আমাদের একটু খোঁজখবর নেওয়া দরকার। তাঁদের পরিবারের সঙ্গে আমরা আলাপ করব।’ তিনি আরও বলেন, কারা হামলার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে বলা যাবে। এ ঘটনায় আহত ব্যক্তিদের ব্যাপারেও খোঁজ চলছে।
নিহত ব্যক্তিরা হলেন সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী আবু মো. কয়সর, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াহিদুল ইসলাম অপু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপপরিবেশ-বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম, সিলেটের দাড়িয়াপাড়ার বাসিন্দা ব্যবসায়ী শহীদুল ইসলাম, খাদিম শাহ।