পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় চাঁন হাউজিং বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০ ঘর। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা। আহাজারি করতে দেখা গেছে অনেকের। বুধবার রাত সাড়ে ৩টার দিকে লাগা আগুন আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আগুন নেভাতে যোগ দেন পুলিশ ও স্থানীয়রাও।
চাঁন মিয়া বস্তিতে তিন শতাধিক ঘর রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তরা বলেন, সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আগুন শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। পরিকল্পিতভাবে এ আগুন ধরিয়ে দেওয়া হয়ে বলে অভিযোগ করেন অনেকে। বস্তির বাসিন্দারা বলেন, টিন ও কাঠের তৈরি মনিরের দোতলা ঘর থেকে আগুনের সূত্রপাত। কারণ, অনেকে প্রথমে মনির ঘরেই আগুন দেখেছেন। .
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। পরিদর্শন শেষে তিনি আপাতত থাকার জন্য বস্তির পাশের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষে থাকার ব্যবস্থা করেছেন। আশ্বাস দিয়েছেন সাহায্য করার। তদন্ত করে আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করার কথাও জানিয়েছেন তিনি।