পপুলার২৪নিউজ ডেস্ক :
সৌদি আরবে বসবাসরত সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা আগামী ২ বছর হজ পালন করতে পারবেনা বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ। সূত্র: খালিজ টাইমস।
দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক এ্যাফেয়ার্স অ্যান্ড এনডোর্সমেন্ট ( আওকাফ ) এর তথ্য অনুযায়ী, প্রবাসী আরব আমিরাতের নাগরিকদের চলতি বছর এবং আগামী বছর হজ পালনের অনুমতি দেয়া হবে না।
দেশটির এক কর্মকর্তা খালিজ টাইমসকে জানান, সৌদি আরবের প্রতিবেশি দেশগুলোর ব্যাপারে হজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শারজাহ ভিত্তিক ওমরাহ অফিস আল নাফরার কর্মকর্তা মোহাম্মদ শফিক বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবহিত হলেও এ ব্যাপারে আওকাফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয় নি। আমরা এ ব্যাপারে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি। সৌদি হজ কর্তৃপক্ষে তথ্য অনুযায়ী গত বছর হজ পালন করেছে ১৮,৬২৯০৯ জন। তারমধ্যে ১৩,২৫৩৭২ জন বিদেশি।