আগামী বাজেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে বিশেষ বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন, আমার গ্রাম আমার শহর প্রকল্প ও আর্থিক খাতে বেশকিছু সংস্কার নিয়ে থাকবে বিশেষ উদ্যোগ। এসব নিয়ে অর্থমন্ত্রণালয় শেষ মুহূর্তের কাজ করছে বলে জানা গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সরকার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি করে গঠিত কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত সার্বিক পরিকল্পনা, কর্মসূচি ও বাজেট প্রণয়ন এবং জাতীয় কমিটির অনুমোদনক্রমে তা বাস্তবায়ন করবে। তারা জরুরি ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা জাতীয় কমিটির সভাপতির সরাসরি অনুমোদন নিয়ে কাজ পরিচালনা এবং পরে এ বিষয়ে জাতীয় কমিটির অনুমোদন নেবে। কার্যক্রম পরিচালনায় প্রয়োজনে বিভিন্ন উপকমিটি গঠন এবং সদস্য সংযোজন করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশেষ দিক নির্দেশনা থাকছে। ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এরই মধ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে। আগামী ১৭ মার্চের আগে এটি শেষ বাজেট হওয়ায় এই বাজেটে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাখা হবে প্রয়োজনীয় বরাদ্দ। যাতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যথাযথভাবে পালন করা যায়।
আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে বিশেষ নজর দেওয়া হবে। প্রকল্পের আওতায় গ্রামে ইন্টারনেট, গ্যাস, বিদ্যুৎসহ নানা ধরনের নাগরিক সেবা পৌছে দেওয়ার জন্য আগামী বাজেটে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি বান্তবায়নের দায়িত্ব থাকবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে প্রয়োজনে এর সাথে সম্পৃক্ত করা হবে।
এ ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মুন্তফা কামাল বলেন, ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। এই দিনটিতে যথাযথভাবে পালন করতে আগামী বাজেটে বিশেষ উদ্যোগ নেয়া হবে। এছাড়া আগামী বাজেটে ‘আমার গ্রাম আমার শহর’ নামে আরেকটি নতুন প্রকল্প নেয়া হচ্ছে। সেখানেও থাকবে নানা পদক্ষেপ।এদিকে, আগামী বাজেটের সম্ভাব্য আকার প্রথমে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কেটি টাকা প্রন্তাব করা হলেও শেষ পর্যন্ত তা কিছুটা বেড়ে ৫ লাখ ২৫ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে। অন্যদিকে চলতি অর্থবছরের মূল বাজেটের আকার হচ্ছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার বাড়ছে ৬০ হাজার ৪২৭ কোটি টাকা।

 

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গুলশান লিংক রোড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঈদকে ঘিরে গ্রামীণ জনপদে বাড়ছে অর্থপ্রবাহ