আগামী নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত ভারত শ্রিংলা

পপুলার২৪নিউজ ডেস্ক :
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, আগামীতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত সহযোগিতা দিতে প্রস্তুত। তবে বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি থেকে দূরে থাকবে ভারত।

জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে এমন এক প্রশ্নের জবাবে শ্রিংলা তার সরকারের অবস্থান তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা চুক্তির বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে কথা হয়েছে এর বাইরে আমার কিছু বলার নেই। তবে এইটুকু বলব চুক্তিটি দ্রুততম সময়ে হবে।

সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, অন্য যে কোন সময়ের তুলনায় সীমান্ত হত্যা কমেছে। চলতি বছরে এটি ২০ এর নিচে চলে এসেছে। তবে একটি মৃত্যুও সীমান্তে কাম্য নয়।

তিনি বলেন, বিএসএফ জোয়ানরা জীবন রক্ষার্থে অনেক সময় গুলি ছুড়তে বাধ্য হয়। এটিকে শুন্যের কোটায় নামিয়ে আনতে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে।

ডিক্যাব সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান স্বাগত বক্তৃতা করেন।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশের অনুমতি নিয়ে দোটানায় বিএনপি
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তায় আইসিসি