পপুলার২৪নিউজ ডেস্ক:
আগামীকাল থেকে প্রচারে আসছে ১০০ পর্বের ধারাবাহিক নাটক ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’।
আরটিভিতে প্রচার হবে ধারাবাহিকটি।
সঞ্জিত সরকারের পরিচালনায় গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকটি দবির উদ্দিন তালুকদারের সচ্ছল পরিবারে তিন মেয়ে, দুই জামাই ও এক ছেলের নানা খুনসুটির গল্প উপজীব্য করেই এগিয়েছে। যে গল্পে দবির সাহেবের রঞ্জু নামের ছেলেটি কাজকর্ম খুব একটা করে না। তিনবার বিএ ফেল করেছে। দুই মেয়ে বিলকিস ও নার্গিসের বিয়ে হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে মেয়েরা জামাইসহ বাবার বাড়িতেই থাকছেন। দুই জামাইয়ের মধ্যে মিলের চেয়ে অমিল বেশি। একজন আরেকজনকে ছোট করার প্রতিযোগিতায় মেতে থাকে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, সিদ্দিকুর রহমান, তেরেসা চৈতি, প্রাণ রায়, মৌরি সেলিম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনিন, আমিন আজাদ, ড. ইনামুল হক প্রমুখ।
নাটকটি আগামীকাল থেকে আরটিভিতে প্রতি শনি, রবি ও সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচার হবে।