আগস্ট থেকে কুয়েতে ফ্লাইট চালাবে বিমান

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধের পর আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট শুরু করবে রাষ্ট্রীয় পতাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

এছাড়া এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিমানের যাত্রীদেরকে বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য বিমানে ওয়েবসাইট www.biman-airlines.com এবং কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটের শিবগঞ্জ পয়েন্টে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী এখনও সফলভাবে বন্যা মোকাবিলা করছেন : তথ্যমন্ত্রী