আগস্টে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৩৬১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্সে নানা ছাড় ও সুবিধা দেওয়ায় ইতিবাচক সারা মিলছে। চলতি আগস্ট মাসের ২০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। যা গত বছরের (২০২১) আগস্ট মাসের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৮১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় গত বছরের একই সময়ের চেয়ে সদ্যবিদায়ী মাসে রেমিট্যান্স বেশি এসেছে।আগামীতে আরও বেশি আসবে, ডলার সংকটও কেটে যাবে। প্রণোদনা সুবিধা থাকায় এখন হুন্ডির (অবৈধ লেনদেন) মাধ্যমে টাকা আসার প্রবণতাও কমে আসবে।

 

 

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধটস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা