আখেরি মোনাজাতে শেষ রাঙ্গাবালীর ইজতেমা

পপুলার২৪নিউজ  ডেস্ক

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকার আগুনমুখা নদীর তীরে আখেরি মোনাজাত শুরু হয়। ২০ মিনিট ধরে মোনাজাত চলে।

এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে মোনাজাত সম্পন্ন হওয়ার পর মুসল্লি ও সাথীরা নিজ গন্তব্যের দিকে রওনা হন।

মোনাজাতে অংশ নিতে রাঙ্গাবালী উপজেলার দুর্গম চরমোন্তাজ এলাকা থেকে আসা আইয়ুব খান বলেন, ‘অখেরি মোনাজাতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। মোনাজাতে অংশ নিতে সকলে সঠিক সময় আসতে পারবে কিনা এ জন্য অনেকেই রাতে ময়দানেই ছিল। খুব সকালেও দুর্গম জনপদ থেকে মোনাজাতে অংশ নিতে মানুষ ছুটে এসেছিল।’

ইজতেমা আয়োজনের দায়িত্বে নিয়োজিত আমির ফয়সাল হোসাইন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে মোনাজাত সম্পন্ন হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দেয়া দরকার: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমহৎ অর্জনের জন্য মহান ত্যাগের প্রয়োজন: প্রধানমন্ত্রী