আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত

৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মথ্যে শুরু হবে হেদায়েতি বয়ান। বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের হেদায়েতি বয়ান করবেন। তিনিই এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

আখেরি মোনাজাতে অংশ নিতে শুক্রবার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। শুক্রবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় শনিবার ভোর থেকে ফের মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে ছুটছেন। অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন মার্কিন ডলার চায় জাতিসংঘ
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৬