আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক দিনের জন্য আমদানি-রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে আগে জানানো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

 

পূর্ববর্তী নিবন্ধশিরিন শিলার ভাতিজাকে সোনার চেইন উপহার দিলেন পরীমণি
পরবর্তী নিবন্ধমুক্তি পেল বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে নির্মিত ‘বিলিয়ন ডলার হেইস্ট’