ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রভাষক মো. মুকাদ্দেছ, মো. রাসেল, শিক্ষার্থী স্বর্ণা, খাদিজা, রাহমিনা, রাসেদা আক্তার, তামান্না, রুবেল, সাইমা, জান্নাতসহ ২৫ জন। তারা সবাই উপজেলার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপীনাথপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম রেজা যুগান্তরকে বলেন, কসবা উপজেলার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ৭০ জনের একটি দল সিলেটের শ্রীমঙ্গল লাউছড়ায় শিক্ষা সফরে যাচ্ছিল।
বাসটি সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া বাইপাস এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ।
প্রত্যক্ষদর্শী আকাশ এন্টারপ্রাইজের মালিক সাইমুন নূর ইসলাম সুমন জানান, স্থানীয় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি নেয়ার সময় রাস্তায় কিছু মাটি পড়েছিল। সকালে বৃষ্টি হওয়ায় ওই মাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। ওই বাসটির চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুসা ভূঁইয়া বলেন, খবর পেয়ে আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করি। দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।