আকিব জাভেদকে পেস বোলিং কোচ নিয়োগ দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনের রেখে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদকে জাতীয় দলের নতুন ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আজ শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএলসি। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত জাভেদকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের ক্রিকেট অপারেশন্সের এর পরিচালক ও কোচ হিসেবে কাজ করছেন জাভেদ।

এর আগে পাকিস্তান ও আরব আমিরাতের বোলিং কোচ হিসেবে দায়্ত্বি পালন করেছেন আকিব জাভেদ। সর্বশেষ আফগানিস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই পাকিস্তানি তারকা পেসার।

জাভেদের অধীনে ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। এরপর ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করে দলকে শিরোপা জিতিয়েছিলেন আকিব।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় ওয়ানডেতে বাদ লিটন, ডাক পেলেন জাকের
পরবর্তী নিবন্ধনেত্রকোণায় টাকা না দেওয়ায় স্ত্রীকে ‍কুপিয়ে হত্যা