স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার রাতে দ্বিতীয় এলিমিনেটরে করাচি কিংকে ১৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। যদিও ইনজুরির কারণে এদিন একাদশে ছিলেন না টাইগার ড্যাশিং ওপেনার। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৬ ওভারে। তবে টস হেরে ব্যাটিংয়ে নামা পেশোয়ারের হয়ে শুরু থেকে ঝড় তোলেন কামরান আকমল। মাত্র ২৭ বলে ৭৭ রানের দানবীয় ইনিংস খেলেন পাকিস্তানি এই ওপেনার। তার ঝড়ে করাচির সামনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল লক্ষ্য রাখে পেশোয়ার।
জবাব দিতে নেমে ১৩ রানের মাথায় করাচি প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন জো ডেনলি ও বাবর আজম। তবে আকমলের মতো ঝড় তুলতে না পারায় নির্ধারিত ১৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে দলটি। দলের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৭৯* রান করেন ডেনলি। আর ৪৫ বলে ৬৩ রান আসে বাবর আজমের ব্যাট থেকে।
আগামী ২৫ মার্চ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার। সুস্থ হয়ে উঠলে ওই ম্যাচেই মাঠে নামতে পারেন তামিম।