মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জানেন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য আগে প্রয়োজন শিক্ষা। তাই তিনি শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর জানুয়ারীর এক তারিখে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। শিক্ষা বৃত্তির ব্যবস্থা চালু করেছেন। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পাকা ভবন, বাউন্ডারী এবং গেইট নির্মাণ, হাইস্কুলের ভবন নির্মান করে শিক্ষার্থীদের সুনিশ্চিত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। একমাত্র আওয়ামী লীগ সরকাই শিক্ষা বান্ধব সরকার। এটা আওয়ামী লীগ প্রমান করেছে ।
শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার উজানী বিকেইউকে হাইস্কুলের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার (মুকসুদপুর-কাশিয়ানী) থেকে বার বার নির্বাচিত সংসদ মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল দপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলি সাফিন হাসান জানান ৭৮ লাখ টাকা ব্যায়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা প্রশাসনিক ভবন তৈরী করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু এম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন উজানী বিকেইউ হাইস্কুলের প্রধান শিক্ষক শাম্মি আক্তার সুমি। অনুষ্ঠান পরিচালনা করেন উজানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউর রহমান মোল্যা।