পপুলার২৪নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের রন্দ্রে রন্দ্রে বাকশাল ঢুকে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র চায়নি। তারা সবসময় একদলীয় শাসন চেয়েছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
মঈন খান বলেন, একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। অথচ দেশে এখন সেই গণতন্ত্রই নেই।
আওয়ামী লীগ সরকার এখনও একদলীয় শাসন প্রতিষ্ঠার পথেই হাঁটছে মন্তব্য করে বিএনপির অন্যতম এ জেষ্ঠ নেতা বলেন, দেশে ন্যায় বিচার তো নাই। বরং কর্তার ইচ্ছাই কর্ম এমন একটা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।