আইসিসির যুব বিশ্বকাপ দলে বাংলাদেশি রিপন

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শেষ হয় বাংলাদেশের যুব দলের। তাদের হতাশাজনক পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির ঘোষিত সেরা বিশ্বকাপ দলেও। বাংলাদেশ থেকে এই দলে জায়গা পেয়েছেন মাত্র একজন।

কানাডা ও ভারতের বিপক্ষে চারটি করে উইকেট নেওয়া ডানহাতি সিমার রিপন মন্ডল ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্টের’ ১২ জনের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। দেশের ছয় ম্যাচের মধ্যে একটি ছাড়া সবগুলোতে উইকেট পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় শীর্ষ বোলার রিপন।

১২ জনের শক্তিশালী দলের নেতৃত্বে ভারতের পঞ্চম বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুল। এছাড়া চ্যাম্পিয়ন হওয়া অলরাউন্ডার রাজ বাওয়া ও ভিকি ওস্টওয়াল আছেন এই দলে।

মোট ৮ দেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছেন এবারের আসরের সেরা দলে।

আইসিসির যুব বিশ্বকাপ জয়ী সেরা দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী): হাসিবুল্লাহ খান, টিগ ভিল্লি, ডেভাল্ড ব্রেভিস, যশ ধুল (অধিনায়ক), টম প্রেস্ট, দুনিথ ভেল্লালাগে, রাজ বাওয়া, ভিকি ওস্টওয়াল, রিপন মন্ডল, আওয়াইজ আলী, জশ বয়ডেন, নুর আহমদ।

পূর্ববর্তী নিবন্ধবেজোসের প্রমোদতরী যাবে তাই ঐতিহাসিক সেতু ভাঙছে নেদারল্যান্ডস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করছে সরকার