আইসিসির মাস সেরার দৌড়ে টাইগার পেসার এবাদত হোসেন

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসে দিয়েছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। এবার আইসিসির জানুয়ারির সেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি টাইগার পেসার।

চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন এবাদত। এর আগে মাস সেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ।

এবাদতের সঙ্গে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকারই দুজন। প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেন এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ডেভাল্ড ব্রেভিস।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে গতির ঝড় তুলেছিলেন এবাদত। তার দুর্দান্ত বোলিংয়ে ব্ল্যাক ক্যাপসদের মাত্র ১৬৯ রানে গুটিয়ে দেয় সফররত বাংলাদেশ দল।

সেই ইনিংসে ২১ ওভার বল করে ৪৬ রানের খরচায় ছয়টি উইকেট নেন এবাদত। বাংলাদেশের ৮ উইকেটের জয়ে ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হন এই ডানহাতি বোলার। দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন একটি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধএটা আমার জীবনের সেরা দিন এবং ক্যারিয়ারের সেরা ট্রফি: সাদিও মানে
পরবর্তী নিবন্ধপবিত্র ওমরাহ ভিসার জন্য নতুন নির্দেশনা