আইসিসির মাসসেরা হয়ে রেকর্ড বাবর আজমের

স্পোর্টস ডেস্ক : গত আগস্টে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। স্বদেশি শাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি।

এই পুরস্কার জয়ের সঙ্গে বড় এক রেকর্ড গড়ে ফেলেছেন বাবর। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার আইসিসির মাসসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

 

এর আগে ২০২১ সালের এপ্রিল এবং ২০২২ সালে মার্চে এই পুরস্কার জিতেছিলেন পাকিস্তানি ব্যাটার।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ফিফটি হাঁকান বাবর। এরপর এশিয়া কাপে নেপালের বিপক্ষে খেলেন দেড়শ রানের ইনিংস। সবচেয়ে দ্রুততম (১০২ ইনিংসে) ১৯তম সেঞ্চুরি ছুঁয়ে রেকর্ড গড়েছেন বাবর।

আগস্ট মাসে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ ৬৬ গড় এবং ৯২.৩০ স্ট্রাইকরেটে ২৬৪ রান এসেছে বাবরের উইলো থেকে। সবমিলিয়ে সেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

এদিকে নারীদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন আয়ারল্যান্ডের পেসার আরলিন কেলি। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ক্যারিয়ারসেরা বোলিং করেন।

পূর্ববর্তী নিবন্ধভারত এবার গুটিয়ে গেলো ২১৩ রানেই
পরবর্তী নিবন্ধএডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত