স্পোর্টস ডেস্ক : আইসিসির মার্চের ‘মাসসেরা পুরুষ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মেয়েদের মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার রাচেল হেইনেস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাল্টি-ফরম্যাট সিরিজে দারুণ ব্যাটিং করেছেন বাবর। টেস্ট সিরিজে ৩৯০ রান করেছেন, যার মধ্যে দ্বিতীয় টেস্টে ছিল তার রেকর্ড ভাঙা ১৯৬ রান। করাচিতে শেষ দিনে তার এই ইনিংসেই ম্যাচ বাঁচায় পাকিস্তান।
গত মাসে দুটি ওয়ানডে খেলে বাবর যথাক্রমে ৫৭ ও ১১৪ রান করেন বাবর। তার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৯ রান তাড়া করতে নেমে রেকর্ড গড়া জয় পায় পাকিস্তান। গত বছর এপ্রিলে মাসসেরা হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার পুরস্কৃত হলেন বাবর।
গত মাসে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে এই লড়াইয়ে বাবরের সঙ্গে ছিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করায় ইংল্যান্ডের বোলার সোফি এক্লেসটোন ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডটকে পেছনে ফেলে সেরা হয়েছেন হেইনেস।
গত মাসে আট ম্যাচে ৪২৯ রান করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেইনেস। দলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে সামনে থেকে লড়াই করেছেন তিনি। ৬১.২৮ গড় ও ৮৪.২৮ স্ট্রাইক রেটে মার্চে দারুণ ছন্দে ছিলেন। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩০ ও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৮৫ রান।