স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত আইসিসি প্রকাশ করেছিল জুন মাসের সেরা তিনজন ক্রিকেটারের নাম। যাদের মধ্যে চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ ছিলেন। এছাড়াও ছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আজ বাকি দুইজনকে টপকে জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বুমরাহ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে রীতিমত একচেটিয়া দাপট দেখিয়েছেন বুমরাহ। পাওয়ার-প্লেতে হোক কিংবা ডেথ ওভারে, বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই মাসসেরা খেলোয়াড় হিসেবে তাকেই বেশিরভাগ সমর্থকরা ধরে নিয়েছিলেন।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫টি উইকেট শিকার করেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। ম্যাচপ্রতি মাত্র ৮.২৬ করে রান খরচ করেছেন তিনি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই সেরা বলা চলে। ওভারপ্রতি মাত্র ৪.১৭ রান করে হজম করেছেন তিনি। মাসসেরা হওয়ার দৌড়ে তাই এগিয়েই ছিলেন তিনি।