গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি থেকে পদত্যাগের ঘোষণা দেন মনোহর। তবে গত সপ্তাহে আইসিসির বোর্ড কর্মকর্তাদের অনুরোধেই পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির প্রথম স্বাধীন চেয়ারম্যান।
আইসিসি থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে মনোহর বলেন, বোর্ডের কর্মকর্তারা আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন তাতে আমি সন্মান জানাই। আইসিসির গঠনতন্ত্র সংশোধন না হওয়া পর্যন্ত আমি চেয়ারম্যানের দায়িত্ব পালনে রাজি আছি।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম ‘স্বাধীন’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শশাংক মনোহর। এপ্রিলে আইসিসির বোর্ড সভায় প্রস্তাবের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধনীর (স্বাধীন চেয়ারম্যান নির্বাচন ইস্যু) অনুমোদন দেয় সংস্থাটির পূর্ণাঙ্গ কাউন্সিল। লক্ষ্য ছিল এমন কাউকে চেয়ারম্যান নির্বাচিত করা, যিনি বর্তমানে কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত নন। তারই ধারাবাহিকতায় নির্বাচিত প্রথম স্বাধীন চেয়ারম্যান পায় আইসিসি। তারও আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্বকেই চমকে দেন মনোহর। একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেন। পরে আইসিসির ইতিহাসে প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন মনোহর। যার মেয়াদ ছিল দুই বছর।
ভারতের বিশিষ্ট আইনজীবী শশাংক মনোহর ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত বিসিসিআই’র প্রেসিডেন্ট পদে ছিলেন। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর তিনি দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন। শ্রীনিবাসন অপসারিত হওয়ার পরই আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার স্বাধীন চেয়ারম্যান হিসেবে কোনো বাধা ছাড়াই নির্বাচিত হন। বর্তমানে কোনো বোর্ডের প্রতিনিধিত্ব করছেন না তিনি।