আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্পোরেট গভার্ন্যান্স ক্যাটাগরিতে ‘২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়্যাল রিপোর্টস ২০১৯’ অর্জন করেছে। ২৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কো¤পানি সচিব জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস-এর নিকট এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ হামিদ উল্ল্যাহ ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোঃ আশরাফুল হক, এফসিএ উপস্থিত ছিলেন ।

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে এনসিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের জিএম জাকির হোসেনের বিদায় সংবর্ধনা