আইফোন ৮ বনাম স্যামসাং গ্যালাক্সি এস৮

 পপুলার২৪নিউজ ডেস্ক:

কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের অপেক্ষায় রয়েছে অসংখ্য ভক্ত। প্রযুক্তি দুনিয়াও তাকিয়ে রয়েছে এর দিকে। কারণ, গ্যালাক্সি নোট ৭ এর ব্যর্থতার পর ক্ষতি পুষিয়ে নিতে চমক দেখাবে গ্যালাক্সি এস৮। এদিকে দশম বার্ষিকী উপলক্ষে আটঘাট বেঁধেই নেমেছে অ্যাপল। আসছে তাদের আইফোন ৮। টেক বিশ্বের আবহাওয়া বার্তা নাকি বলছে, গ্যালাক্সি এস৮ নিয়ে মাতামাতি থাকলেও আইফোন ৮ এর আগমনে একেবারে পিছিয়ে পড়বে স্যামসাং।

অ্যাপলের খ্যাতিমান বিশ্লেষক মিং-চি কুয়ো নতুন এক বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছেন। গ্যালাক্সি এস৮ এর ওপরই দৃষ্টি দিয়েছেন তিনি। কিন্তু শিগগিরই বাজারে আসছে আইফোন ৮। এটা এক বিশেষ সংস্করণ। এমনিতেই অ্যাপল, আবার বিশেষ সংস্করণ। স্মার্টফোনের বাজার তাই নতুন আইফোন গরম করে ফেলবে। সেখানে স্যামসাং নিয়ে উন্মাদনা শীতল পর্যায়েই থাকবে।

কুয়োর মতে, গ্যালাক্সি এস৮ ক্রেতার চাহিদা সৃষ্টিতে সন্তোষজনক অবস্থায় পৌঁছাতে ব্যর্থ হবে। কারণ আরো উন্নত এবং আকর্ষণীয় আইফোন আসছে। এই ফোনটি তার পূর্বসূরি গ্যালাক্সি এস৭ এর চেয়েও কম বিক্রি হবে। নোট ৭ এর বদনামের কারণে এস৭ এর বিক্রি অনেক বেড়ে যায়।

ইতিমধ্যে গ্যালাক্সি এস৮ এবং আইফোন ৮ এর ফাঁসকৃত তথ্য নিয়ে তুলানামূলক আলোচনায় মেতে উঠেছেন। দৃষ্টি কাড়ে এমন ডিজাইনের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে আইফোন। তবে তারবিহীন চার্জিং ব্যবস্থা এবং বুস্টেড ফেস রিকগনিশন সেন্সরের মতো কিছু ফিচার দুটো ফোনেই মিলবে।

এ মাসের পরই গ্যালাক্সি এস৮ চলে আসবে বলে খবর রটেছে। ওদিকে, আইফোনের জন্য সেপ্টেম্বর নাগাদ অপেক্ষায় থাকতে হতে পারে।
সূত্র : নেক্সট ওয়েব

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার ও শান্তি নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাগেরহাটে পুতুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার