আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর ফাইনাল ১০ নভেম্বর

স্পোর্টস ডেস্ক : নানা অনিশ্চয়তা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের শুরু ও ফাইনালের আনুষ্ঠানিক দিন তারিখও ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল।

রোববার ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে।

১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট। এর আগে সম্ভাব্য সূচিতে ৮ নভেম্বর ফাইনালে হতে পারে বলে জানানো হয়েছিল।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে আসরের সব ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।

টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

এ বছর আটটি দল লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ধনী টুর্নামেন্টের শিরোপার জন্য।

বিসিসিআই’র বিবৃতিতে আরও জানানো হয়, ছেলেদের আইপিএলের পাশাপাশি আরব আমিরাতেই নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জার সিরিজও অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে তিনটি দল থাকবে। আইপিএলের প্লে-অফের সপ্তাহেই হবে মহিলাদের টুর্নামেন্ট। খুব দ্রুতই তিনটি দলকে নিয়ে বৈঠক ডাকা হবে বলে জানানো হয়েছে।

গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের টুর্নামেন্টে পুরোনো সব স্পনসরই থাকছে। অর্থাৎ চীনা মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভোই এবছর আইপিএলের স্পনসর হিসেবে থাকবে।

এক গভর্নিং কাউন্সিলের সদস্য জানিয়েছেন, “আমি শুধু এটুকু বলতে পারি সব স্পনসর আমাদের সঙ্গে রয়েছে। আশা করি আমি কী বলতে চাইছি বোঝা যাচ্ছে।”

লাদাখ সীমান্তে সংঘর্ষের পর ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের স্লোগান জোরদার হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আইপিএলে চায়না কোম্পানির স্পনসরশিপ চুক্তি পুনরায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল বিসিসিআই কিন্তু তাতে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে দেশে আইপিএলের আয়োজন কার্যত অসম্ভব। তাই ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

পূর্ববর্তী নিবন্ধধামরাইয়ে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে