আইপিএল দেখছি না, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত: সাকিব

স্পোর্টস ডেস্ক : ‘খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত’, আইপিএল নিয়ে প্রশ্ন করতেই এভাবেই জবাব দিয়েছেন সাকিব আল হাসান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিবের। পারিবারিক কারণে নিজের নাম প্রত্যাহার করেছেন। কিন্তু, সাকিবকে যেন আইপিএল পিছু ছাড়ছেই না। ক্যামেরার সামনে দাঁড়ালে সাকিব না চাইলেও এ প্রসঙ্গ চলে আসে।

আজও (১১ এপ্রিল) তার ব্যতিক্রম ঘটেনি। বিকেলে ঢাকা মোহামেডানের হয়ে ফতুল্লায় ম্যাচ খেলে সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁ উদ্বোধন করেন সাকিব। সাকিব ছাড়াও মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল ও সৌম্য সরকার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

রেস্তোরাঁ উদ্বোধন শেষে সাকিব গণমাধ্যমের মুখোমুখি হন। লিটন দাস কলকাতার একাদশে জায়গা পাবেন কি? এ প্রশ্নের জবাবে সাকিব সরাসরি বলে দিয়েছেন, তিনি আইপিএল দেখছেন না।

তবে, সাকিব বলেছেন, ‘লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে, তাহলে অবশ্যই সফল হবে।’

সাকিব কি লিটনকে কোনো পরামর্শ দিয়েছেন? সাকিবের ভাষ্য, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে, আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে। এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে, তাহলে সফল হবে।’

কথা প্রসঙ্গে আসে আয়ারল্যান্ড সিরিজ। গতকাল এ সিরিজের জন্য দল ঘোষণা হলেও সাকিব মজা করে বলেন, তিনি জানেন না। ঘরের মাঠে যেভাবে আগ্রাসী খেলে আইরিশদের বধ করেছেন, সেভাবেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে হারাতে চান সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আগে তো ওদের সঙ্গে খেলেছি। ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করব।’

 

পূর্ববর্তী নিবন্ধডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
পরবর্তী নিবন্ধঅজয়ের সিনেমার আয় ১১৪ কোটি ছাড়িয়েছে