আইপিএলে আজ সেরার লড়াইয়ে মুম্বাই-পুনে

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দশম আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোববার মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট।

দু’দলের মধ্যে মুম্বাই তৃতীয়বারের মতো শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে আইপিএল সেরার খেতাব জিতেছিল মুম্বাই।

আর পুনের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

তবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের আগে দু’দল মুখোমুখি হয়েছে তিনবার। আর তিনবারই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পুনে।

তাই ফাইনালে পুনে অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থান নিয়েই মাঠে নামবে বলে বিশ্বাস দলটির সমর্থকদের।

দলটির অধিনায়ক স্টিভেন স্মিথের কণ্ঠেও সেই আত্মবিশ্বাসেরই সুর। তবে সাবধানী এ ক্রিকেটার বললেন, ‘পরিসংখ্যান আমাদের এগিয়ে রেখেছে ঠিকই। তবে এতে গা ভাসাতে চাই না। কারণ ফাইনালে যে দল ভালো করবে সেই তো চ্যাম্পিয়ন।’

আর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ভালো খেলে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেছেন।

রোহিত বলেন, ‘ভালো খেলতে পারিনি বলে আমরা পুনের কাছে ম্যাচ হেরেছি। তবে ফাইনালে জয়ের জন্য নিজেদের সেরাটাই উজাড় করে দেব।’

এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পুনের কাছে হেরে যায় মুম্বাই। হারের ব্যবধানটা ২০ রানের। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চত করেন রোহিত শর্মারা।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে আত্মসমর্পণকারীদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না:র‌্যাব
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির