আইপিএলকে ‘না’ বললেন জো রুটও

স্পোর্টস ডেস্ক : কাজের চাপ ও ফিটনেস ইস্যুতে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এবার সতীর্থের পর অনুসরণ করলেন জো রুট। শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

আজ ২৬ নভেম্বর বিকাল ৪টার মধ্যে কোন ক্রিকেটারকে ধরে রাখবে আর কোন ক্রিকেটারকে ছেড়ে দিবে, তা আইপিএল গভর্নিং কমিটিকে জানাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তার সামান্য আগে নিজের নাম প্রত্যাহার করলেন জো রুট।

গত ২০২৩ মৌসুমে রাজস্থান রয়েলসের হয়ে আইপিএলে অভিষেক হয় রুটের। ওই আসরে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন এই ইংলিশ তারকা। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১০ রান। বল হাতে ২ ওভার করে কোনো উইকেট পাননি তিনি। খরচ করেছেন ১৩ রান।

রুটের নাম প্রত্যাহারের বিষয়ে রাজস্থান রয়েলসের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা বলেন, ‘রিটেনশন (খেলোয়াড় রেখে কিংবা ছেড়ে দেওয়া) বিষয়ে আলোচনার সময় জো রুট আমাদের জানিয়েছেন, তিনি ২০২৪ আইপিএল এ অংশ নেবেন না। এমনকি অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ও তার চারপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছেন রুট। দলে তিনি যে শক্তি এবং অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন রয়্যালস তা মিস করবে। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সবকিছুতে তার সাফল্য কামনা করছি।’

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাছে এইচএসসি-সমমানের ফল হস্তান্তর
পরবর্তী নিবন্ধঅনলাইনে মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়ক ফেরদৌস