অ্যানচেলত্তিকে বহিষ্কার করছে রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক :
রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না সেটা দলের পাড় ভক্তরাও মেনে নেবেন। বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩-১ গোলের হার। শেষ দুই ম্যাচে বড় প্রতিপক্ষের কাছে ধরাশায়ী রিয়াল মাদ্রিদ। সঙ্গে ব্যালন ডি’ অরের মঞ্চে একেবারেই শেষ সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের ছিটকে পড়া। সবমিলিয়ে বেশ বিপাকেই আছে ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলটি।

তবে এরচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে। তারকাখচিত দলটিকে নিয়ে চলছে নানা গুঞ্জন। কিলিয়ান এমবাপেকে বহু অপেক্ষার পর দলে নিয়েও সুবিধা করতে পারছে না লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে দলের ফর্মেশন আর প্লেয়িং স্টাইলে নাজুক অবস্থায় আছেন জ্যুড বেলিংহাম। গত মৌসুমে লা লিগার সেরা তারকা এবারের মৌসুমে পাননি কোনো গোলের দেখা।

এমন অবস্থায় দলের কোচের ওপরেই আসতে যাচ্ছে বড় সিদ্ধান্ত। জার্মান সংবাদমাধ্যম বিল্ড, স্পেনের মার্কাসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে খুব শীঘ্রই কোচের পদ থেকে কার্লো অ্যানচেলত্তিকে বহিষ্কার করতে পারে রিয়াল মাদ্রিদ। তবে সেটা মৌসুমের মাঝপথে নাকি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষার পর তা নিয়ে আছে প্রশ্ন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার সূত্রে গোল ডট কম জানিয়েছে, মৌসুমের মাঝপথেই অ্যানচেলত্তিকে বিদায় করতে পারে। সেক্ষেত্রে কে বিকল্প হবেন, তাও জানিয়েছে এই গণমাধ্যম। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসকেই পরবর্তী কোচ হিসেবে দেখছে তারা। এক্ষেত্রে অন্য নাম সান্তিয়াগো সোলারি।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রাউল। একেবারেই মাদ্রিদের ঘরের ছেলে বললে অত্যুক্তি হয় না। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিং দুনিয়াতেও আছেন রিয়াল মাদ্রিদেরই সঙ্গে। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচ। অন্যদিকে সান্তিয়াগো সোলারি এর আগেও রিয়ালের কোচ ছিলেন। জিনেদিন জিদানের পর অন্তর্বর্তীকালীন কোচ হয়ে এসেছিলেন এই আর্জেন্টাইন।

এদিকে জার্মান গণমাধ্যম বিল্ড বলছে ভিন্ন কথা। তাদের মতে, পুরো মৌসুম শেষ করবেন কার্লো অ্যানচেলত্তি। এরপরেই আসবেন নতুন কোচ। আর জার্মানির এই সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নতুন কোচ হবেন জাবি আলোনসো। একসময় তিনিও খেলেছেন রিয়াল মাদ্রিদেই। বর্তমানে বায়ার লেভারকুসেনের এই কোচ গত মৌসুমে হেরেছিলেন কেবল এক ম্যাচ।

এতসব গুঞ্জনের মাঝে সবচেয়ে জোরালো বাক্য, রিয়াল মাদ্রিদে ফুরোচ্ছে কার্লো অ্যানচেলত্তি পর্ব। দুই মেয়াদে দলকে এনে দিয়েছেন ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এবারে হয়েছেন পুরুষদের বর্ষসেরা কোচ। যদিও এসব সাফল্যের পরেও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ অ্যানচেলত্তিকে বহিস্কার করছেন– তা অনেকটাই পরিষ্কার।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪০৮তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধতিন মাসে সরকার কী করেছে, জানালেন প্রেস সচিব