মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
ফুলকলি ব্রেড অ্যাণ্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা
করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং
সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।
রোববার (১২ মে) রাহাত্তারপুল এলাকার ফুলকলি কারখানায় সকাল থেকে পরিচালিত এ
অভিযানে নেতৃত্বে দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান,
ফুলকলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করা হয় বলে
অভিযোগ পেয়ে তাদের রাহাত্তারপুল এলাকার কারখানায় অভিযান চালায় র্যাবের
ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, ভোক্তা অধিকার
ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।