অস্ত্রোপচার শেষে অনুশীলনে ফিরেছেন ম্যানুয়েল নয়্যার

স্পোর্টস ডেস্ক : হাঁটুর অস্ত্রোপচার শেষে সোমবার থেকে অনুশীলনে ফিরেছেন বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। জার্মান চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেতেক এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি আরবি লিপজিগের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে সর্বশেষ খেলেছিলেন নয়্যার। এর মাধ্যমে নয়্যার বুন্দেসলিগায় ক্লাবের সাবেক তারকা অলিভার কানের ৩১০তম জয় ও ড্রয়ের রেকর্ড স্পর্শ করেন।

৩৫ বছর বয়সী নয়্যারের অনুপস্থিতিতে বায়ার্ন লিগের নতুন দল বোচুমের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে সালজবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে। যদিও রোববার শেষ ম্যাচে টেবিলের তলানির দল গ্রেথার ফুয়ের্থের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে আবারো ফর্মে ফিরেছে বেভারিয়ান্সরা।

এব বিবৃতিতে বায়ার্ন বলেছে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ দেওয়ার জন্য পথে ফিরেছি। সোমবার ম্যানুয়েল নয়্যার তার প্রথম অনুশীলন সেশন সম্পূর্ণ করেছে।

তবে মাঠে কবে নাগাদ নয়্যার ফিরতে পারেন এ সম্পর্কে ক্লাব কিছু জানায়নি। যদিও জার্মান সংবাদমাধ্যম রিপোর্ট করেছে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাঠে ফিরবেন নয়্যার।

পূর্ববর্তী নিবন্ধভাষাসৈনিকদের সম্মাননা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক
পরবর্তী নিবন্ধদুই নারীর পর্নোগ্রাফি স্টুডিও, নিজেদের অন্তরঙ্গ ভিডিও করে ভাইরাল করতেন ইন্টারনেটে