পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে শনিবার দেশে ফিরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শিবির শুরু হবে আগামী মাসে।
১০ জুলাই অনুশীলন ক্যাম্পের জন্য ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করা হবে। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এটা নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচক বলেন, ‘সামনে জাতীয় দলের অনেক সিরিজ রয়েছে। কিছু খেলোয়াড়কে দেখতে হবে। দেশের মাটিতে টেস্ট সিরিজ, দক্ষিণ আফ্রিকায় তিন সংস্করণের সিরিজ। বড় সিরিজ আছে ব্যাক টু ব্যাক।’
তিনি বলেন, ‘সব হিসাব মাথায় রেখেই কিছু খেলোয়াড়কে পরখ করে দেখব। আর জাতীয় দলের খেলোয়াড়রা তো রয়েছেই। জুলাইয়ের ১০ তারিখ অস্ট্রেলিয়া সিরিজের জন্য ২৯ জনের স্কোয়াড দেয়া হবে। তারা সবাই ফিটনেস ক্যাম্পে যোগ দেবে।’
১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। ২২-২৪ আগস্ট ফতুল্লায় তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
এদিকে বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) দল যাবে অস্ট্রেলিয়ায়। এইচপি দল নিয়ে মিনহাজুল আবেদিন বলেন, ‘আমরা ১৬ জনের দল বোর্ডের কাছে জমা দিয়েছি। সফরে তিনদিনের ম্যাচ রয়েছে, পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলা হবে। এ দলে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে এনামুল হক বিজয়, মেহেদি মারুফ, লিটন দাস, আবুল হাসান রাজু আছে। এছাড়া কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। যাতে প্রয়োজন হলে এখান থেকেই জাতীয় দলে খেলোয়াড় জোগান দেয়া যায়।’
তিনি বলেন, ‘সামনে অনেক সিরিজ। তাই খেলোয়াড়দের পাইপলাইনে রাখার জন্য আমাদের সব দিকেই নজর রয়েছে। ঘরোয়া ক্রিকেটে কে কোথায় খেলছে, কোন সংস্করণে কীভাবে খেলছে, কোথায় ভালো করেছে সব আমরা দেখছি।’