অস্ট্রেলিয়া ওয়ানডে দল থেকে বাদ ফিঞ্চ, বেইলি

8

পাপপুলার২৪নিউজ ডেস্ক: কিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান জর্জ বেইলি।

তাদের জায়গায় প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ক্রিস লিন ও পেসার বিলি স্টানলেক।ওয়ানডে দলে প্রথমবারের মত হলেও অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি টি-২০ ম্যাচ খেলছেন লিন। তবে এবারই প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন স্টানলেক। তাদের দলে নেয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, “বিগ ব্যাশে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন লিন ও স্টানলেক। আশা করি ওয়ানডেতেও সেরাটা প্রদর্শন করতে সক্ষম হবে। ব্যাট হাতে স্টানলেক যেমন দ্রুত রান তুলতে পারে, তেমনি বল হাতে গতির ঝড় তুলতে পারে লিন। বিগ ব্যাশে এমন অনেক ম্যাচেই তা দেখেছি আমরা। ”

স্টানলেক ও লিন সুযোগ পাওয়ায় দলে জায়গা হয়নি ফিঞ্চ ও বেইলির। তাদের দলে সুযোগ না হওয়ার ব্যাখাও দিয়েছেন হন্স, “গেল কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে ফিঞ্চ ও বেইলি। কিন্তু সর্বশেষ ১০-১৫ ওয়ানডেতে খুব বেশি ভালো করতে পারেনি তারা। সর্বশেষ ১০ ওয়ানডে ম্যাচে মাত্র ১টি ফিফটি করেছেন বেইলি। আর সর্বশেষ ১৮ ইনিংসে চার ফিফটি করেছেন ফিঞ্চ। তাই এসব নিয়ে ফিঞ্চ-বেইলির সাথে কথা বলেছি আমি, তারা বিষয়টি বুঝতে পেরেছেন। ”

ব্রিসবেনে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জেমস ফকনার, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্টানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও এডাম জাম্পা।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফর অনেক কঠিন -মাশরাফি
পরবর্তী নিবন্ধযুবককে নির্যাতন : যশোরের এসআই ও এএসআইকে তলব